Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা

 

 

হাটহাজারী উপজেলা থেকে শিকারপুর ইউনিয়নের দুরুত্ব প্রায় ২০ কিলো মিটার ।ইউনিয়ন হতে উপজেলায় যাতায়তের সুবিধাজনক রাস্তা হলো ইউনিয়নের প্রধান সড়ক হাজী নেয়ামত আলী রোড দিয়ে আমান বাজার হয়ে হাটহাজারী রোড় অনুসরন। 

ইউনিয়নের অভ্যন্তরে চলাচলের প্রধান বাহন সি এন জি অটো রিক্সা । সীমিত সংখ্যক অযান্তিক রিক্সার পাশা পাশি ইদানিং ব্যাটারী চালিত রিক্সার বিচরন লক্ষ্য করা যায়। প্রায়ভেট কার এবং মাইক্রো/ হাইছ সহকারে ইউনিয়নের যে কোন প্রান্তে যাওয়া যায়।

চট্টগ্রাম শহরের লাগোয়া ইউনিয়ন হওয়ায় ইউনিয়নের মানুষ কাপ্তাই সড়ক.কুয়াইশ অক্সিজেন সড়ক এবং হাটহাজারী সড়ক হয়ে চট্টগ্রাম শহরে যাতায়ত করেন।

 

ইউনিয়নের প্রধান সড়ক সমূহ :-

 

 ১। হাজী নেয়ামত আলী সড়ক ।

 ২। আছদ আালী সড়ক ।

 ৩। হাবিলদার এয়ার মোহাম্মদ সড়ক ।

 ৪। রশিক আশ্চার্য সরক ।

 ৫।শিকারপুর এন্ডারসন সড়ক ।

 ৬।কুয়াইশ এন্ডারসন সড়ক ।

 ৭।  কুয়াইশ কালামিয়া মাতবর সড়ক ।

 ৮।  উমাচরন পেশকার সড়ক