Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কুয়াইশ বুড়িশ্চর সিটি কপোঃ কলেজ
বিস্তারিত

 কুয়াইশ বুড়িশ্চর সিটি কর্পেো: কলেজ

কুয়াইশ বুড়িশ্চর শেখ মো: সিটি কর্পোরেশন কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সনে । এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক প্রায়ত গোলাম রসুল কনট্রাকট, মরহুম আলহাজ্ব নেয়ামত আলী সওদাগর, এডভোকেট আমিনুল হক, মরহুম আলহাজ্ব ফারুক আহামদ কন্ট্রাক্টর, মরহুম দুলা মিয়া সওদাগর, মরহুম ইব্রাহীম সওদাগর, মরহুম আবদুল্লাহ খান, মরহুম আলহাজ্ব সৈয়দ আহমদ সওদাগর, জামাল উদ্দিন আহমদ, নুরুল আলম, মোখলেছুর রহমান, আবুল খায়ের সওদাগর, মঞ্জুর মোর্শেদ খান, সিরাজুল ইসলাম চৌ:, তফাজ্জল আহমদ ও মো: মুছা প্রমুখ ব্যক্তিদের প্রচেষ্টায় এ কলেজ প্রতিষ্ঠা লাভ করে । ১৯৭৫ সনের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন বাণিজ্য মন্ত্রী এম আর সিদ্দীক কলেজের শুভ উদ্বোধন করেন । কলেজ প্রতিষ্ঠার জন্য মফজল আহামদ মাস্টার, আবদুল রশিদ, তজু মিয়া, আবদুল কাদের ও নুরুল আলম জমি দান করেন । ড: ইউনুসের পিতা আলহাজ্ব দুলা মিয়া সওদাগর থেকে নগদ দশ হাজার টাকা চাঁদা নিয়ে কলেজের অস্থায়ী ভবন নির্মাণ করা হয় । ১৯৭৮ সনের ২০ আগষ্ট কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের এক যৌথ সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব্ মোহাম্মদ মিয়ার নামানুসারে এ কলেজের পুনঃ নামকরণ করা হয় কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ কলেজ । জনাম শেখ মোহাম্মদ মিয়া কলেজ ভবন সহ কলেজ উন্নয়নের সব খরচ স্বীয় তহবিল থেকে ব্যয় করে । ১৯৯৮ সালের কলেজ পরিচালনা পরিষদের বিশেষ সভায় গৃহীত প্রস্তব মতে ১৯৯৯ সনের ১১ নভেম্বর এ কলেজটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তাই বর্তমানে কলেজটির নাম কুয়াইশ বুড়িশ্চর শেখ মো: সিটি কর্পোরেশন কলেজ ।