কালেরস্বাক্ষী হাটহাজারী উপজেলার একটি ইউনিয়নের নাম ঐতিহ্যবাহী শিকারপুর ইউনিয়ন পরিষদ । কাল পরিক্রমায় আজ শিকারপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় সম্প্রিতি, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে এটি নিজস্ব স্বকীয়তায় সদা সমুজ্জ্বল।
জ) শিক্ষার হার – ৬৩ % । (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
ঝ)শিক্ষা প্রতিষ্ঠান --
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮ (আট) টি।
উচ্চ বিদ্যালয়ঃ ৩ (তিন) টি।
মাদ্রাসা- (কওমী) ১ (এক) টি।
নুরানী মাদ্রাসা - ৫(পাঁচ) টি ।
ট) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-
ঠ) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ড) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৮৮ ইং।
ঢ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ০৪/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৩/০৮/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১। পশ্চিম শিকারপুর ২। পূর্ব শিকারপুর
৩। পশ্চিম বাথুয়া, ৪। পূর্ব বাথুয়া
৫। ভরা পুকুর ৬। মধ্যম কুয়াইশ
৭। দক্ষিণ কুয়াইশ, ৮।পশ্চিম কুয়াইশ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৩ জন।
৪) উদ্দেক্তা - ১ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS