১৪নং শিকারপুর হাটহাজারী উপজেলার দÿÿণ পূর্বে অংশে একটি ইউনিয়ন শিকারপুর। বাথুয়া, কুয়াশ ও শিকারপুর মৌজা নিয়ে শিকারপুর ইউনিয়ন গঠিত ছিল। শিকারপুর ইউনিয়নের আয়তন ১৭০২ একর এবং শিকারপুর মৌজার আয়তন ৬৭৫ একর। শিকার শব্দ হতে শিকারপুর নামের উৎপত্তি। তিলক চন্দ্র রায় নামের একজন প্রভাবশালী ব্যাক্তি হাটহাজারী রোডের পূর্বে পার্শ্বে কুঁলগাও নামক জায়গায় বাস করতেন। তখন কুঁলগাও তৎসংগ্ন পূর্ব দিকের এলাকার জঙ্গলে পরিপুর্ণ ছিল। ঐ জঙ্গলে সৌখিন রাজা তিলক চন্দ্র রায় পশু পাখি শিকার করে মনের আনন্দে বেড়াতেন। কালক্রমে ঐ জঙ্গল পরিষ্কার করে আবাদ করা হয়। আবাদকৃত স্থানের নামকরণ কারা হয় শিকারপুর। সম্ভতবত তিলক চন্দ্র রায় হামজা খাঁর সমসাময়িক ছিলেন। হমজা খাঁর প্রধান কীর্তি হামজা বাগ, হমজার দিঘী ও হামজার মসজিদ। তিলক চাঁদ রায় ১৫৮১ সালে মায়ের স্মৃতি রÿার্থে তথায় কুল নারায়ন বিগ্রহ স্থাপন করেন। হিন্দুর মন্দির মনেই দÿÿণ দুয়ারী কিন্তু এই মন্দির উত্তর দুয়ারী। তার দুই পুত্র মধুরাম ও জর্নাদন। মধুরাম পিতা অপেÿা অধিক প্রতিপত্তি অর্জন করতে ছিলেনপরে উভয় ভাই একত্রে মধু জনার্দন তরফ সৃাষ্টি করেছিলেন। এ ইউনিয়নের মোট লোকসংখ্যা ২০২৭৪ জন, পুরম্নষ ১০৩০৪ জন, মহিলা ৯৯৭০ জন, এ ইউনিয়নের আয়তন ৬.৮৯ বর্গ কিলোমিটার। প্রতি কিলোমিটারে লোকসংখ্যার ঘনত্ব ২৯৪২ জন শিÿার হর ৫৭%।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস