বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন কবি আল মাহমুদ। আমাদের পরম সৌভাগ্য যে বার্ধক্য এবং অসুস্থতার প্রতিকূলতা সত্ত্বেও তিনি আমাদের বর্ণমালাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে সবকিছুই এখন দলীয় দৃষ্টিকোণ থেকে বিচারের প্রবণতা লক্ষ্য করি, কোনো কোনো সময় আল মাহমুদের ক্ষেত্রেও লক্ষ্য করি। তখন খুবই খারাপ লাগে। সাহিত্য কিংবা সৃজনশীলতাকে সব সময়ই রাজনীতির ঊধের্্ব রাখা উচিত। নতুবা কবি-সাহিত্যিকরা দেশের জন্য, জাতির জন্য যেটুকু দিতে পারেন সেটি বাধাগ্রস্ত হবে। কবি আল মাহমুদ বাঙালির মূল ধারার সংস্কৃতির একজন অন্যতম ধারক। তিনি যেভাবে বাংলা ভাষা ও সাহিত্যকে সঞ্জীবিত রেখেছেন, বাংলা ভাষার প্রকাশক্ষমতাকে যেভাবে বাড়িয়ে তুলেছেন, সেটি এখন একটি বড় বিস্ময়। আমার বিশ্বাস রাজনৈতিক হানাহানির ঊধের্্ব উঠে একসময় তার কবিতার যথার্থ মূল্যায়ন হবে। এ অঞ্চলের মানুষের জন্য শ্রেষ্ঠ কবির মুকুটটি তার মাথায় শোভা পাবে। আল মাহমুদকে যারা ভালোবাসেন আমি তাদের ভালোবাসি। আর আল মাহমুদকে যারা ভালোবাসেন, প্রকারান্তরে তারা বাংলা ভাষা, সাহিত্য এবং বাংলাদেশকেই ভালোবাসেন। -কবি আসাদ চৌধুরী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস